শিখুন সঠিক যায়গা এবং সঠিক মানুষ থেকে

টাইটেলটা অনেক অস্পষ্ট হয়ে গেলো মনে হচ্ছে। আচ্ছা ক্লিয়ার করা জন্য বলি এইখানে আলাপ আলোচনা হবে ওয়েব ডেভেলপমেন্ট কিংবা ডিজিটাল মার্কেটিং কোথা থেকে কিভাবে শেখা যাবে এই সম্পর্কে। আপাতত এই দুইটা জিনিসই রাখছি কারন আমি নিজেই এইগুলো এই প্ল্যাটফর্ম গুলো থেকে শিখেছি বা কাউকে শিখতে দেখেছি। ভবিষ্যতে যদি নতুন কিছু কোথাও থেকে শিখি তাহলে তা এইখানে যুক্ত করে দিবো ইনশাআল্লাহ।

আমি যখন অনলাইনে আসি তখন থেকেই একটা প্রশ্ন এখনও শুনি কোথায় থেকে শিখবো। ২০১৩-১৪ তে এত রিসোর্স এভেইলেবল না থাকলেও এখন ইউটিউব, ব্লগ বা বই এর অভাব নাই। তারপরও যেহেতু এই প্রশ্ন থেকে যাচ্ছে তখনই নতুন অনলাইনে ক্যারিয়ার গড়তে আসা মানুষদের টার্গেট করে বসে থাকা কিছু মানুষ এর জন্য নতুনরা কিছুদিন পর ছিটকে পড়ছে অনলাইন ক্যারিয়ার থেকে।

একদিকে চিপ কন্টেন্ট এর প্রচার-প্রসার অন্যদিকে যারা ভালো জিনিস শিখাচ্ছে তাদের তুলনামূলক কম প্রচার বা পরিচিতির জন্যই চিপ এই প্ল্যাটফর্ম গুলোর আঙুল ফুলে কলা গাছ হচ্ছে। এখন এই মলম বিক্রেতারা ওয়েব ডেভেলপিং বা ডিজিটাল মার্কেটিং এ অনলাইনে কাজ করে যা না ইনকাম করছে তার থেকে বেশি কোর্স বিক্রি করেই ইনকাম করে গাড়ি-বাড়ি করে নিচ্ছে। আপনারা খেয়াল করেছেন কিনা জানি না, গত এক বছরে লকডাউনের কারনে ফ্রিল্যান্সার হওয়ার প্রবণতা যেমন বেড়েছে তার সাথে সাথে বেড়েছে এই মলম বিক্রেতাদের সংখ্যাও।

কমিউনিটির বড় ভাইদের এই নিয়ে কথা বলতে তেমন দেখি না। দুই এক সময় কেউ বললেও ষাঁড়রা আর তাদের পেইড ফ্যানবেইজ এমন ভাবে চেপে ধরে যা ট্যাকেল দিতে এত বড় মানুষদের সময়ে বা এনার্জি কোনোটাতেই কুলায় না। ফলে গ্যাঁড়াকলে পরে গেছে দেশের যুব সমাজ। আমিও এই বিষয়ে কিছু বলবো এমন কোনো চিন্তাভাবনা করিনি। কিন্তু দিনদিন জিনিসগুলো খারাপ থেকে খারাপতর হচ্ছে।

খারাপদের খারাপ কাজে যত ক্ষতি হয় তার চাইতে অধিক ক্ষতি হয় ভালোদের কিছু না করায়। খারাপের বিরুদ্ধে কথা না বললেও খারাপদের থেকে বাঁচাতে ভালোদের প্রোমট করা উচিৎ।

আমি কারো বিরুদ্ধে কিছু লেখবো না আজ। আমি প্রায় প্রতিদিনই এমন কিছু প্রশ্ন শুনি (সব না) যেগুলোর উত্তর আজ আমি এইখানে দিবো। প্রশ্নের মধ্যে কিছু থাকে এমন “ভাই কি শিখবো, ওয়েব ডেভেলপমেন্ট ভালো হবে নাকি গ্রাফিক্স ডিজাইনিং ভালো হবে ইত্যাদি”। এইসব প্রশ্নের উত্তর না দিয়ে বরং আজ আমি এমন কিছু অনলাইন কোর্সের সাথে পরিচয় করিয়ে দিবো (ফ্রি এবং পেইড) যা থেকে আপনারা আসল ভ্যালু জীবনে যুক্ত করতে পারবেন।

অনলাইনে এসেছেন যখন তখনই আপনার মাথায় রাখতে হবে আপনাকে হতে হবে বিশ্ব মানের। বিশ্বের সবার সাথে টক্কর দিয়ে আপনাকে এমন ভাবে দক্ষ হয়ে উঠতে হবে যেন আপনি অনলাইনে ক্যারিয়ার দাঁড় করিয়ে নিজের, পরিবারের এবং রাষ্ট্রের উপকারে আসতে পারেন। আশা করি এই কোর্স গুলো সেই কাজে আপনাকে এগিয়ে দিবে, কারন আসল কাজ অর্থাৎ পরিশ্রম আর ধৈর্য্য করে কাজ আপনাকেই করতে হবে। আজকে যেই কোর্স গুলোর কথা বলবো সেগুলো বেশিরভাগই বিশেষ প্রয়োজনে একেক সময়ে আমার করা তাই আন্তাজে কথা বলবো এমন কিছু ভাবার কিছু নেই। যেগুলো করিনি সেগুলো বলেই দিবো।

ওয়েব ডেভেলপমেন্টঃ

আমাকে প্রশ্ন করা বেশিরভাগ প্রশ্নই আসে ওয়েব ডেভেলপমেন্ট রিলেটেড। জাভাস্ক্রিপ্ট, ওয়ার্ডপ্রেস কিংবা ফুলস্ট্যাক ডেভেলপমেন্ট শিখতে অনেক আগ্রহীই আমাকে মাঝে মাঝে নক দিয়ে থাকেন। তাদের জন্যই এই অংশ।

ফুলস্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট – ঝংকার মাহবুব (প্রোগ্রামিং হিরো)

ঝংকার মাহবুব ভাইকে চিনে না হয়ত অনলাইনে এমন মানুষ কমই আছে। কিন্তু হ্যাঁ আমিই তাকে ২০২০ এর শুরুর আগে চিনতাম না। এর যথেষ্ট কারন আছে যার মধ্যে অন্যতম কারন আমার একাডেমিক পড়ালেখা। ২০২০ এ লকডাউন শুরুর পর একমাস পড়ালেখা করলেও ধীরে ধীরে উঠে যায় সব চাঙ্গে। এর মাঝে একদিন হঠাৎ ইউটিউবে একটা ভিডিও দেখি ঝংকার ভাইয়ের কিভাবে সম্পূর্ণ ওয়েব ডেভেলপার হওয়া যায়। ভিডিওটা প্লে করার পর দেখলাম তাদের কোর্সের আউটলাইন। জিনিসটা খুব ভালো লাগলো যে তারা প্রতিটি মডিউলের পর একটা করে এসাইনমেন্ট দিবে আর তার সময় বেধে দেওয়া থাকবে। একটা শেষ না করলে আরেকটা আনলক হবে না। জিনিসটা অনেক ইন্টারেস্টিং লাগলো। আরো ঘাটতে থাকলাম বিষয়টা নিয়ে।

এরপর ঝংকার ভাই এর পেইজ থেকে একটা পোস্ট আসে আগের ব্যাচের সাফল্যের আর আমার মনে আবার জেগে উঠে ওয়েব ডেভেলপার হওয়ার সুপ্ত বাসনা। তাই চিন্তা করতে থাকি কোর্সটি কিনবো কিনা। আর আসলে ৫৫০০/- টাকায় জিনিসটা আমার দুই নম্বরি লাগতেছিলো। আমি বিশ্বাসই করতে চাইতেছিলাম না এইটা ৫৫০০/- টাকার কোর্স। তাও কোর্সটি ৪৫০০/- টাকায় (১০০০ টাকার একটা কুপন কোড ছিলো ভাই এর ভিডিওর ডেসক্রিপশনে, অর্থাৎ এটি একটা হ্যাক কোর্স কেনার আগে ভাই এর চ্যানেলে রিসেন্ট কোর্স রিলেটেড ভিডিও থাকলে দেখে নিবেন ;)_) কিনে নিলাম আর অপেক্ষা করতে লাগলাম ব্যাচ শুরুর জন্য। যথাসময়ে ব্যাচ শুরু হলো আর আমি আসলেই যা আশা করি নাই কোর্সটা তার চাইতেও অনেক বেশি। কোর্সটার জন্য আমার বেসিক জাভাস্ক্রিপ্ট অন্য পর্যায়ে চলে গিয়েছিলো, রিয়েক্টের মত এত জোস একটা জিনিস এ-টু যেড শিখতে পারলাম আরো কত কি। আর কোনো সমস্যা হলেই ফেসবুকের সাপোর্ট গ্রুপের কথা আর কি বলবো। 😀

আর যেহেতু অনেকগুলো এসাইনমেন্ট আর প্রোজেক্ট দিয়ে কোর্সটি সাজানো তাই কোর্সটি শেষ করলে নামের পাশে জুনিয়র ওয়েব ডেভেলপার এবং সাথে সুন্দর একটি পোর্টফলিও রেডি হয়ে যাবে। :p বিস্তারিত জানতে ঝংকার ভাই এর ভিডিওটা কিংবা কোর্সের ওয়েবসাইটে গিয়ে দেখতে পারেন।

কোর্সের একটাই অসুবিধা (যেটাই সবচেয়ে বড় সুবিধা) যে কোনো সময় কোর্সে প্রবেশ করা যায় না। ব্যাচ আকারে ভর্তি হতে হয়। এক ব্যাচে না হলে আবার ৪ মাসের মত অপেক্ষা করা লাগবে।

কোর্সটি দেখে নিতে পারেন এইখানে

ঝংকার ভাইয়ের ইউটিউব চ্যানেল

প্রোফেশনাল ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট – কোডার্স ফাউন্ডেশনের

কোডার্স ফাউন্ডেশনকে চিনি ২০২০ এর মাঝামাঝি সময়ে। মশিউর ভাইয়ের ইউটিউব চ্যানেল থেকে। ভাই এর ফ্রি রিসোর্স দেখে তার ওয়েবসাইটে যাই। পিএইচপি আর ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট নিয়ে টুকটাক জানার আর কাজ করার ইচ্ছা ছিলো তাই ভর্তি হওয়ার সিদ্ধান্ত নেই। তার অনলাইন ও অফলাইন দুই ধরনের কোর্সই আছে। করোনার লকডাউনের মধ্যে তাই আর অফলাইন কোর্স করবো না ভাবি। তাই ঈদের পর ঈদের শপিং এর টাকা দিয়ে (করোনার জন্য কিছু কিনি নাই গত ঈদে) অনলাইন কোর্সে ভর্তি হয়ে যাই। এইচটিএমএল সিএসএস থেকে শুরু করে পিএইচপি, থিম ডিজাইন, থিম ডেভেলপমেন্ট কি নাই এই কোর্সে।

১০০০০/- টাকার এই কোর্স অনেকের কাছে বেশি মনে হলেও একবার কোর্সের ড্যাশবোর্ডে গেলেই বুঝতে পারবেন কেন একে আমি ভ্যালু ফর মানি বলছি। তাই যাদের সামর্থ্য আছে তাদের জন্য অবশ্যই হাইলি রেকোমেন্ডেড থাকবে কোর্সটি। যেখানে নামে মাত্র ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশনের কোর্স বিভিন্ন ইন্সটিটিউট এত টাকায় বিক্রি করে সেখানে কোডার্স ফাউন্ডেশনের এই কোর্সের মূল্য অনেক কম। বিস্তারিত লেখলাম না তাদের ওয়েবসাইটে গিয়ে দেখে নিবেন। মশিউর ভাউ অনেক গুছানো একজন মানুষ। সেটা তার অফিস, ওয়েবসাইট কিংবা ইউটিউব চ্যানেলে গেলেই বুঝতে পারবেন। তার ওয়েবসাইটে গিয়ে বিস্তারিত পড়লে আর কিছু পড়তে হবে না। এছাড়াও তার চ্যানেলে একটি ভিডিও আছে কোর্স রিলেটেড সেটিও দেখে নিতে পারেন।

কোডার্স ফাউন্ডেশনের কোর্স সমূহ দেখে নিতে পারেন এইখানে

মশিউর ভাইয়ের ইউটিউব চ্যানে

লার্ন উইথ হাসিন হায়দায়

ওয়েব ডেভেলপমেন্ট বা ওয়ার্ডপ্রেসের পেইড কোর্সে যার কথা না বললেই নয় তিনি হলেন হাসিন হায়দায় ভাই। হাসিন ভাইকে চিনে না এমন মানুষ খুবই কম আর না চিনলে সেটি আপনার ব্যার্থতা। যদিও তার কোনো কোর্স আমি করিনি কিন্তু এমন দুই একজনকে চিনি যারা তার কোর্স করেছে এবং অনেক প্রশংসা করেছে।

যেহেতু আমি তার ইউটিউবে তার প্রায় সব ভিডিওই দেখেছি এবং হাসিন ভাইকে ভালো মতই চিনি তাই কোর্স না করেও রেকোমেন্ড করতে আমার কোনো রিস্ক নেই। তার ইউটিউব চ্যানেলে গিয়ে ভিডিও গুলো দেখলেই আমার কথার অর্থ বুঝে যাবেন। যেহেতু কোর্স করিনি তাই বিস্তারিত কিছু বলতে পারলাম না ভাই এর সাইটে সুন্দর করে গুছিয়ে সব লেখা আছে। 😀

হাসিন হায়দার ভাই এর কোর্স সমূহ দেখে নিতে পারেন এইখানে

হাসিন হায়দার ভাইয়ের ইউটিউব চ্যানেল

স্ট্যাক লার্নার

ওয়েব ডেভেলপমেন্ট বা প্রোগ্রামিং রিলেটেড সেরা গুছানো ফ্রি কোর্সের এর তালিকা করলে শীর্ষে থাকবে স্ট্যাক লার্নার। স্ট্যাক লার্নারের ইউটিউব কিংবা ওয়েবসাইটে সব এত সুন্দর ভাবে সাজানো যা অবশ্যই অনেক প্রশংসনীয়। এত লম্বা সময় ধরে এত বিস্তারিত কাউকেই এইভাবে ফ্রিতে কোর্স অফার করতে দেখিনি। ঝংকার ভাই এর কোর্স করার সময় কোথাও আটকে গেলে হেল্প লাগলেই যাদের সাহায্য নিতাম তার মধ্যে স্ট্যাক লার্নার অন্যতম। তাদের জাভাস্ক্রিপ্ট কোর্সটি করলে জাভাস্ক্রিপ্টে আর কোনো সমস্যা থাকবে না বললেই চলে।

তাদের সাইটে ঢুকে প্রিমিয়াম কোর্স দেখে চোখ কোটরের বাইরে চলে আসলেও সেগুলো অবশ্যই যথেষ্ট কোয়ালিটিফুল। আর জিনিস যেটা ভালো দাম তার একটু বেশিই। তাই সামর্থ আর ইচ্ছা থাকলে অবশ্যই ট্রাই করে দেখতে পারেন।

স্ট্যাক লার্নারের কোর্স সমূহ দেখে নিতে পারে এইখানে

স্ট্যাক লার্নারের ইউটিউব চ্যানেল

সুমিত দা এবং জুনায়েদ ভাই

ওয়েব ডেভেলপমেন্ট বা প্রোগ্রামিং নিয়ে আরও একটি ইউটিউব চ্যানেল, ব্লগ এবং একটি বই যা সাজেস্ট না করলেই নয় এবং যেগুলো আমি প্রতিনিয়ত ফলো করছি আর আপনাদেরও ফলো করা উচিৎ।

লার্ন উইথ সুমিত মারাত্মক ভালো একজন মানুষ। তার ইউটিউবের চ্যানেলে সাবস্ক্রাইবার কম দেখে তাকে জাজ করতে যাবেন না। ওয়েব ডেভেলপমেন্ট কমিউনিটিউর সেরাদের একজন আমাদের সুমিত দা। তার চ্যানেলে গেলেই বুঝতে পারবেন কি বলতে চাইছি আমি। এত সহজ ভাবে সব বুঝায় দাদা মনে হয় না এই ক্ষমতা আর কারো আছে। 😀

জুনায়েদ আহমেদঃ জাভাস্ক্রিপ্ট শেখার জন্য সেরা একটি ব্লগ হলো জুনায়েদ ভাইয়ের ভাই এর ব্লগ। ঝংকার ভাই এর কোর্স করার সময় ভাই এর ব্লগে সারাদিন পরে থাকছি এমনও হইছে। :p অমায়িক এক মানুষ আমাদের জুনায়েদ ভাই। জুনায়েদ ভাই এর ব্লগটিরই একটি বই ভার্সন আছে। যাদের ব্লগ পড়তে ভালো না লাগে অথবা ব্লগের বদলে প্রিন্টেড বই প্রেফার করেন তারা এই বইটি পড়তে পারেন। তার বই যে সেরা এর প্রমান হলো লাখ লাখ ফেসবুক ফলোয়ার কিংবা বই এর প্রচ্ছদে সেলিব্রিটি ছবি ছাড়াও শুধুমাত্র কোয়ালিটির জন্যই রকমারিতে বেস্ট সেলার হয়েছে বইটা।

ডিজিটাল মার্কেটিং

ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে তো অনেক প্যাচাল হইলো। কি করবো এত যোগ্য যোগ্য মানুষ ছিলো যে কাউকে রেখেই কাউকে নিয়ে লিখতে পারছিলাম না। কিন্তু ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে এসে একজনের আলাপেই শেষ হয়ে যাবে। বর্তমানে বাংলাদেশের ডিজিটাল মার্কেটিং এ উনার একচ্ছত্র আধিপত্য চলতেছে তাই খুব জলদিই শেষ হয়ে যাবে উনার কোর্সের সম্পর্কে লেখা। আর যেহেতু উনি একাই আর সর্বশেষ উনার কোর্স করছি তাই উনাকে নিয়ে অন্যদের তুলনায় ভালোই বিস্তারিত লেখবো ইনশাআল্লাহ।

দ্যা একাডেমি (প্যাসিভ জার্নাল ইউনিভার্সিটি) – খালিদ ফারহান

ডিজিটাল মার্কেটিং এর টুকটাক কোর্স নিয়েও যারা ঘাটাঘাটি করেছেন তারা হয়ত জানেন খালিদ ফারহান ভাইকে। না যেনে থাকলেও সমস্যা নেই এই লিংকে ক্লিক করে তার চ্যানেলে একটু ঢু মেরে আসতে পারবেন তাহলেই ১০০% ধারনা হয়ে যাবে সে কে।

আমার ছোট থেকেই ইচ্ছা ছিলো ভবিষ্যতে কোনোদিন আইটি ফার্ম দিবো। ছোট ছিলাম তাই বুঝতাম না আইটি ফার্ম অনেক বড় ব্যাপার (হয়ত কখনও দিবো)। ধীরে ধীরে বুঝতে শুধু করি এজেন্সি কি, ডিজিটাল মার্কেটিং কি। সেই থেকেই একটু ডিজিটাল মার্কেটিং নিয়ে ঘাটতে গিয়ে খালিদ ফারহান ভাইকে পাই। তার কোর্সের এনাউন্সমেন্টে বলেছিলো ২০২১ এ একটি এজেন্সি কিভাবে দাঁড় করানো যায় সেটা নিয়া একটি কোর্স মডিউল আসবে। আর কোভিডের জন্য কোর্সের প্রাইস ৫০০০/- করে দিয়েছিলো আর যেহেতু হাতে টাকা ছিলো তাই কিনে নিলাম। সত্যি বলতে এই কোর্সে এতকিছু আছে আমি ভেবে জয়েন দেইনি।

কিন্তু কোর্সে ঢুকার পরে ক্লাস গুলো শেষ করার পর এখন নিজেকে ছোট খাটো এসইও এক্সপার্ট বলে পরিচয় দিতে ইচ্ছা করে। যদিও আমি এসইও লাইনে আসবো না তাই আর নিজেকে এই পরিচয় দিতে চাচ্ছি না।

প্যাসিভ জার্নালের আগের কোর্সে দুইটি মডিউল ছিলো যেগুলো মোর দ্যান এনাফ। কিন্তু কিছুদিন আগে খালিদ ফারহান ভাই এনাউন্স করে খুব জলদিই আমাদের কোর্সটি নতুন ড্যাশবোর্ডে নিয়ে যাওয়া হবে আর সেখানে নতুন অনেকগুলো কোর্স যোগ করা হবে এবং এর ইউজার ইন্টারফেসও হবে সেরা। আর এর নাম হবে “দ্যা একাডেমি”। আর কোর্সটি আগের মতই। অর্থাৎ কোর্সের সবচেয়ে বেস্ট পার্ট হলো আপনি এককালীন যে ফি দিয়ে কোর্সে জয়েন করলেন তাও সামনে যত কোর্সই আসবে তা এই ড্যাশবোর্ডে যুক্ত হবে এবং আপনাকের এর জন্য কোনো এক্সট্রা ফি দিতে হবে না। অনেকে হয়ত ধরতে পারছেন আমার কত লাভ হয়েছে। আমি মাত্র ৫০০০/- টাকা দিয়ে জয়েন হয়েছিলাম এখন আমার কাছে এতগুলা জোস কোর্সের এক্সেস আছে। :p (বিঃদ্রঃ এখন কোর্সের প্রাইস ১০০০০/- টাকা)

যেই বলা সেই কাজ। নতুন ড্যাসবোর্ডটা ক্লিন এবং কোর্স গুলো তো সেরা এজ ইউজুয়াল। খালিদ ফারহান ভাই এর যোগ্যতা সম্পর্কে হয়ত ধারনা হয়ে গেছে তার ইউটিউব চ্যানেল থেকে। আর কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে কোর্সের ডিটেইলস সেকশন থেকে ঘুরে আসবেন। খালিদ ফারহান ভাই এর কোর্সের ডিটেইলস জোস হয়। কারন সেখানে সে লিখে দেয় আপনাকে টাকা আয়ের গ্যারান্টি দিচ্ছে না এই টাইপ কথা। তার কথায় ডিমোটিভেট হবেন না আবার সত্যটাও তুলে ধরবে আপনার কাছে। অনলাইনে ক্যারিয়ার গড়তে আসলে এই রকম কথা, এই রকম মানুষকেই ফলো করা প্রয়োজন।

দ্যা একাডেমির কোর্সের ডিটেইলস এইখানে

খালিদ ফারহান ভাই এর ইউটিউব চ্যানেল

শেষ কিছু কথা

অনলাইনে হয়ত আপনি নতুন, হয়ত না আপনি নতুনই। নাহলে আমার মত মানুষের লেখা পড়ার প্রয়োজন হতো না। কেবল আপনি অনলাইন ক্যারিয়ারে পা দিলেন। আমি যাদের কথা বললাম তাদের সবার মধ্যে কি একটা জিনিস খেয়াল করেছেন? সবার কোর্স গুলোই সুন্দর ভাবে সাজানো গুছানো, সবাই কোর্স নিয়ে সিরিয়াস এবং এদের সবার মধ্যেই প্রোফেশনালিজম আছে। আমরা হয়ত ভাবি কর্পোরেট, প্রোফেশনালিজম ভাব শুধু প্রাইভেট জব গুলোতে কিংবা অফিস গুলোতে হয়। আচ্ছা ফ্রিল্যান্সিং কি প্রাইভেট জব না? এইখানে আরো বেশি প্রোফেশনাল হতে হবে কারন আপনার বসও ইন্টারন্যাশনাল, আপনার প্রতিদ্বন্দ্বীও পুরো বিশ্ব। সবাইকে বাদ দিয়ে একজন ইন্টারন্যাশনাল ক্ল্যায়েন্ট কেন আপনাকেই কাজ দিবে? অবশ্যই এই জন্য আপনাকে সেই লেভেলের হতে হবে।

তাই শিখতেও হবে এমন মানুষদের থেকে যাদের অথোরিটিনেস আছে। যারা এই ফিল্ডে বড় কিছু করছে। খালিদ ফারহান ভাই এর একটি উক্তি আছে।

যে কখনো এভারেস্টে উঠে নাই সে হয়ত কিছু বই পড়ে আপনাকে শিখাতে পারবে কিভাবে এভারেস্টে উঠতে হয় কিন্তু আপনি তার থেকে কিছুই শিখতে পারবেন না। কারন তিনি নিজেই কখনও সেখানে উঠেনি।

এরা সবাই এভারেস্টে উঠেছে। তাই তাদের চোখ বন্ধ করে ফলো করতে পারেন এটা আমার গ্যারান্টি থাকলো।

কিছু সেলিব্রিটি টাইপ স্যার ফ্রিল্যান্সার আছে তাদের, কম বয়সে ফলো করতে ইচ্ছা করবেই। কারন তারা নাইন টেন পড়ুয়াদের এনে লাখ টাকা ইনকামের প্রুফ দিবে। কিন্তু মনকে সংযত করতে হবে। আর এদের থেকে দূরে থাকতে হবে। কারন এরা মলম বিক্রেতা। বাসে যেখাবে মলম বিক্রেতারা মার্কেটিং করে এগুলোও এদের মার্কেটিং স্ট্র্যাটিজি। কারন আপনি এভারেস্টে উঠতে না পারলে তারা বলে দিবে আপনি চেষ্টা করেন নি। কিন্তু আসলে সে নিজেই বই পড়ে আপনাকে এভারেস্টে চড়তে শিখাচ্ছে, তারা ডিজিটাল মার্কেটিং এর নামে স্প্যামিং শিখাচ্ছে। যা শিখে দিন শেষে আপনার টাকা, সময় আর এনার্জি নষ্ট হওয়া ছাড়া আর কিছুই হয়নি। যেটা বুঝতে বুঝতে অনেক দেড়ি হয়ে যাবে।

আমার লেখার মানে কি এই, এর থেকে ভালো কোর্স আর নেই? আসলে ব্যাপারটা তা না। লিখাটা ভালো মত পড়লে বুঝতে পারবেন আসলে এদের প্রায় সকলের কোর্স আমি করেছি বা খুব নিকট থেকে এদের পেইড কোর্স দেখেছি এবং সব সময় এদের ইউটিউবে আমি ফলো করি। তাই এদের বাইরে কাউকে ফলো করা যাবে না এমন না। কোয়ালিটিফুল যে কোনো পর্বতারোহীকেই আপনি ফলো করতে পারেন।

আর হ্যাঁ এইখানে একটি কোর্সও পেইড প্রমোশনের অংশ না। যাদের ব্যাপারে লেখেছি তারা সকলেই আমার প্রিয় ভালোবাসার মানুষ। নিতানন্তই ভালোবাসা থেকে তাদের নিয়ে লিখেছি। ইচ্ছা ছিলো ব্লগের প্রথম লেখাটা আমার এই গুরুদের নিয়ে লেখবো তাই প্রথম লেখাটাই এইভাবে লেখা। ভুলগুলো ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ❤️

3 thoughts on “শিখুন সঠিক যায়গা এবং সঠিক মানুষ থেকে”

  1. অনেক সুন্দর লেখেছো ভাই। লেখার মান অনেক ভাল। সামনেও লিখে যাও ইনশাআল্লাহ ভাল কিছু হবে। অনেক দোয়া রইলো। ভার্সিটি উঠে সময় পেলে ওয়েব ডেভেলপমেন্ট বা গ্রাফিক্স ডিজাইনিং শিখব ভাবছি। অনেক আগে থেকেই ইচ্ছা মানে তোমাকে দেখেই ইচ্ছা জাগে আর কি।যদিও ধারণা কম কিন্তু তুমি তো আছো তাই চিন্তা করি না। 🖤

  2. এক জনৈক ইউটিউবারকে দেখালাম ক্লাস টেন পড়ুয়া একজনকে নিয়ে এসে কোরিয়ার এক ট্রেনিং সেন্টারের চীফ ইন্সট্রাক্টর বানিয়ে দিয়েছে। মজার ব্যাপার হলো ছেলেটা ইংরেজিতেই ঠিকমতো বলতে পারে না। সন্দেহ হওয়ায় ফেসবুকের কিছু গ্রুপে খোঁজ নিলাম। যা জানলাম তাতে চোখ কপালে তোলার মতো অবস্থা। যাই হোক সবাইকে বলব, মুখের বুলিতে যাদের বেশি ফুল ঝরে তাদেরকে বিশ্বাস না করতে! বরং মানুষের ফিডব্যাক দেখে তবেই তার কোর্সটা কিনতে!

  3. ভাইয়া বর্তমানে কোডার্স ফাউন্ডেশন এবং প্রোগ্রামিং হিরো এই দুইটার মধ্যে কোনটা থেকে ওয়েব ডেভেলপমেন্ট শিখলে ভালো হবে যদিও দুইটা আলাদা প্রোগ্রাম এর উপর ভিত্তি করে শেখায় (পিএইচপি এবং মার্ন স্ট্যাক) আপনার নিজস্ব মতামত জানাবেন।

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *